মহি উদ্দিন লিটন, বাজিতপুর (কিশোরগঞ্জ) ।।
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর শ্রী শ্রী লোকনাথ মহামণ্ডল মন্দিরে গত সোমবার রাত ৮টার দিকে সরারচর শিবনাথ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিবনাথ সাহার ১৭০তম জন্ম ও ৯৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সীথা রাণী দত্ত। আলোচনা সভায় বক্তারা বলেন, কটিয়ারদী উপজেলার গচিহাটা কুড়িগাই গ্রামের শিক্ষাবিদ প্রয়াত শিবনাথ সাহা শতাধিক বছর আগে সরারচর ও তার এলাকায় কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন।
উত্তরাধিকার ফাউন্ডেশনের আয়োজক গোলাম মোহাম্মদ ফ্রেজার তার জীবনী ও উপাত্ত তথ্য সরেজমিনে গিয়ে আলোকপাত করেন। বক্তব্য রাখেন, জহিরুল ইসলাম কাজল, সুখন দত্ত প্রমুখ।