ইটনায় ১২০ পরিবারে ইঞ্জিনচালিত নৌকা ও জাল বিতরণ

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হাওরের উপজেলা ইটনায় ১২০ জেলে পরিবারের মধ্যে নৌকা ও জাল বিতরণ করা হয়েছে। বুধবার (৩ জুলাই) দুপুরে উপজেলার রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটোরিয়ামে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

পরে পোস্ট অফিস ঘাটে ১২০ জেলে পরিবারে ইঞ্জিনচালিত ৪০টি নৌকা বুঝিয়ে দেয়া হয়। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এসব নৌকা ও জাল বিতরণের আয়োজন করে।

ইটনার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের হেড অফ অপারেশন মো. জসিম উদ্দিন ফেরদৌস, ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ জামান, ইটনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন, ইটনা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, ইটনা উপজেলা সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ আবু আবদুল্লাহ ভূঁইয়া, এজিএম রাজু আহমেদ চৌধুরী প্রমুখ।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!