কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ ২ বিক্রেতা আটক

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৫ জুলাই) দিনগত রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার লতিবাবাদ ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে পুলিশের চেকপোস্টে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। এসময় প্রাইভেটকার তল্লাশি করে ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।

আটকরা হলেন- রাজধানী ঢাকার ডেমরা থানার থুলথুলিয়া এলাকার আবেদ আলীর ছেলে রুবেল (২৮) ও সিলেটের মিরারবাজার খড়পাড়া এলাকার লোকমান খানের ছেলে মহরম আলী (২৭)।

এ ঘটনায় আটক মাদকবিক্রেতাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!