নিকলীতে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদবিরোধী সেমিনার অনুষ্ঠিত

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

সোমবার (৮ জুলাই ২০১৯) সকালে নিকলী উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার, নিকলীর বাস্তবায়নে বাল্য বিবাহ, মাদক ও জঙ্গিবাদবিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদের হলরুমে জাইকার নিকলী সমন্বয়কারী দূর্গা রাণী সাহার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি স্থানীয় সরকারের কিশোরগঞ্জ উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহসহ উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদের নিকলী উপজেলার সাবেক কমান্ডার মো. আবু বকর সিদ্দিক, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, রেজিয়া আক্তার, এসআই একেএম মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

রিসোর্স পারসন হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিফাত, নিকলী থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া।

Similar Posts

error: Content is protected !!