লাখাইয়ে পুলিশের অভিযানে সিএনজি ও ব্যাটারি চোর চক্রের ৪ জন গ্রেফতার

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাইয়ে দিনভর পুলিশের অভিযানে টমটম ও টমটমের ব্যাটারি চোরচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৪টি চুরিকৃত টমটমের ব্যাটারি জব্দ করা হয়।

অভিযানকালে বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরির পর রং বদল করে লাইসেন্সবিহীন দোকানগুলোতে বিক্রির তথ্য পায় পুলিশ। গত রোববার সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে উপজেলার বামৈ পূর্বগ্রামের জসিম উদ্দিনের ছেলে মর্তুজ আলী (৪০), ভাদিকারা গ্রামের আক্কাছ মিয়ার ছেলে সেলিম মিয়া (২৫), সুনেশ্বর গ্রামের মৃতঃ আনোয়ার আলীর পুত্র ছায়েদ মিয়া (৫৫) এবং স্বজন গ্রামের মৃতঃ তারা মিয়ার ছেলে মুখলেছুর রহমানকে (৩৫) আটক করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।

এ সময় টমটমের ৫টি ব্যাটারিসহ মর্তুজ আলী এবং মুখলেছুরকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে কালাউক বাজারের সেলিমের দোকান থেকে চুরিকৃত আরো ৬টি ব্যাটারি উদ্ধারের পাশাপাশি তাকে আটক করা হয়। পরে সেলিমের স্বীকারোক্তিতে বুল্লা বাজার থেকে ৩টি ব্যাটারিসহ গ্রেফতার হয় ছায়েদ। অভিযানে নেতৃত্ব দেন (ওসি তদন্ত) অজয় দেব।

Similar Posts

error: Content is protected !!