আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ভৈরবে এক বীর মুক্তিযোদ্ধাকে নিয়ে ফেসবুকে অশালীন মন্তব্য করায় সাজেদুল ইসলাম রুবেলকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই ২০১৯) বিকেলে পৌর শহরের কমলপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রুবেল ওই এলাকার নজরুল ইসলামের ছেলে।
এর আগে ভুক্তভোগী মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম তার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর সোমবার তাকে গ্রেফতার করে ভৈরব থানা পুলিশ।
উপজেলার শ্রীনগর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম জানান, অভিযুক্ত রুবেল গত বছরের ডিসেম্বর মাসে পূর্বশত্রুতার জেরে তাকে ও তার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে অশালীন বাক্য লিখে ছবিসহ ফেসবুকে পোস্ট দেন। এছাড়া বিভিন্ন সময় মুক্তিযোদ্ধাদের রাজাকার বলাসহ গালিগালাজ করে ফেসবুকে পোস্ট দিয়ে আসছিলেন ওই যুবক। এ ব্যাপারে তিনি (মুক্তিযোদ্ধা এ টি এম ফরিদুল ইসলাম) ঢাকার সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা করেন।
সাইবার ট্রাইব্যুনাল ঘটনাটি তদন্তের পর অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এক সপ্তাহ আগে গ্রেফতারি পরোয়ানাটি ভৈরব থানায় পৌঁছালে পুলিশ সোমবার তাকে গ্রেফতার করে।
ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান জানান, অভিযুক্ত রুবেলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালের ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ