মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীক পাবার পরে শতাধিক মোটরসাইকেল বহর নিয়ে বুধবার বিকালে মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) মাজার মসজিদে কর্মী-সর্মথকদের নিয়ে দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম (বি.এ)।
দোয়া শেষে শতাধিক মোটরসাইকেলের বহরটি মহাস্থান থেকে শুরু করে ইউনিয়ন প্রধান প্রধান রাস্তাগুলোতে শোডাউন করে মহাস্থান আওয়ামী লীগের পার্টি অফিসে এসে একত্রিত হয়ে বিশাল মিছিল বের হয়ে মহাস্থান বন্দর প্রদক্ষিণ করে পার্টি অফিসে নেতা-কর্মীদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ করা হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম, রায়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মেহেদী হাসান সাইফুল, সাধারণ সম্পাদক শাজাহান কাজী, যুবলীগ নেতা কামাল পাশা প্রমুখ।