হোসেনপুরে ভেজালবিরোধী অভিযানে তিন ফার্মেসিকে জরিমানা

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে তিন ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুলাই ২০১৯) দুপুরে হোসেনপুর পৌর সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের ড্রাগ সুপার ফোয়ারা ইয়াসমিনসহ পুলিশ সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, বুধবার দুপুরে পৌর সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোর্ত্তীণ ওষুধ বিক্রির অপরাধে মেসার্স দুলাল ফার্মেসিকে ১০ হাজার টাকা, মেসার্স ইসলাম মেডিকেল হলকে ৫ হাজার টাকা ও মেসার্স কামাল মেডিকেল হলকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!