মহি উদ্দিন লিটন, বাজিতপুর ।।
কিশোরগঞ্জের বাজিতপুর থানার করিডোরে বৃহস্পতিবার (১১ জুলাই ২০১৯) সকাল ১১টায় পৌরসভাসহ ১১টি ইউনিয়নের প্রায় ৭ শতাধিক কমিনিউটি পুলিশ সদস্যদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কমিনিউটি পুলিশের সদস্যরা এক বাক্যে বলেন, বাজিতপুর থেকে জঙ্গিবাদ ও মাদক নির্মূলে শপথ নিয়েছেন।
এই সমাবেশে সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা কমিনিউটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: শাহজাহান মিয়া। স্বাগত বক্তব্য দিতে গিয়ে বাজিতপুর থানার ইনচার্জ মো: খলিলুর রহমান পাটোয়ারী বলেন, কমিনিউটি পুলিশের মাধ্যমে সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন ও জঙ্গিবাদমুক্ত করবেন। গত কয়েক মাসে ৩শ’ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করার পর কোর্টে চালান দেয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজিতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ছারওয়ার আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী মস্তুফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ গোলনাহার, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুক মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল হক।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সাংবাদিক ও এলাকার জনগণ এই সমাবেশে অংশগ্রহণ করেন।