লাখাই রিপোর্টাস ইউনিটির গুণীজন সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

লাখাই রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে গুণীজন সংবর্ধনা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুলাই ২০১৯) ২টার সময় লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে ইউনিটির সহ-সভাপতি ছায়েদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক, গবেষক লেখক ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন, আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী মাসুকুর রহমান মাসুক, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম মলাই।

শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিটির প্রচার সম্পাদক মাওলানা তাফাজ্জুল হক। বক্তব্য রাখেন সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মদ রিপন, অর্থ সম্পাদক মোঃ মহসিন সাদেক।

অনুষ্ঠানে রিপোর্টার্স ইউনিটির সদস্যগণ প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তি আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ এবং রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিনের হাতে গুণীজন সংবর্ধনা ২০১৯-এর ক্রেস্ট তুলে দেন।

Similar Posts

error: Content is protected !!