আমাদের নিকলী ডেস্ক ।।
ভেজালবিরোধী অভিযানে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচরে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বৃহস্পতিবার (১১ জুলাই ২০১৯) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার সরারচর বাজারে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন।
এ সময় উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মো. আমির খসরুসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক ইব্রাহীম হোসেন সংবাদমাধ্যমকে জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে দীপ্ত মেডিক্যাল হলকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ সফট ড্রিংকস পাউডার নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রির দায়ে ইয়াসিন স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
সূত্র : বাংলানিউজ২৪