সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি যুগ্ম মহাসচিব (প্রচার) আনোয়ার ভূঁইয়া প্রেরিত এক শোক বার্তায় বলেন, এরশাদের রাজনীতি-দেশপ্রীতি তাকে স্মরণীয় করে রাখবে। বাংলাদেশের মাটি ও মানুষের জন্য নিবেদিত থাকা এরশাদ প্রচুর জেল-জুলুম সহ্য করেছেন নাগরিক অধিকার বাস্তবায়নের জন্য।
স্বৈরশাসক হিসেবে বলা হলেও তাঁর সরকারের সময়েই উন্নয়নের মূল ভিত্তি তৈরি হয়েছিলো। এছাড়াও প্রেসিডিয়াম মেম্বার একরামুল হক গাজী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, হাবিবুর রহমান খোকন, প্রমুখ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। সংবাদ বিজ্ঞপ্তি