মানুষ হতে চাই
এস এম ইলিয়াস ।।
হয়তো বা কোনোদিন কোনো এক সন্ধ্যার
অস্তমিত সূর্যের ন্যায় অস্ত যাবো।
জীবন আকাশে নেমে আসবে গভীর রাত
যার সুবহে সাদিদের আভাস নাই।
হয়তো বা প্রভাতের ফুটে ওঠা ফুলের মতো
ঝরে যাবো কোনো এক দিন শেষে।
লুকিয়ে যাবো হয়তো হঠাৎ অতল গহবরে
রাতের আকাশের তারাদের মতো।
সেদিনও কি রবো তোমাদের স্মৃতির পাতায়,
প্রস্ফুটিত চাঁদের ন্যায় উজ্জ্বল আভায়?
কাতর হবে কি সেদিন বিয়োগ ব্যাথায়,বেদনায়,
শোকে মুহ্যমান হয়ে ফেলে আঁখিজল?
নাকি কভু ভিজবে না তব আঁখিদ্বয় শোকানলে,
জলিবে ক্রোধানলে, বিরক্তি, ঘৃণায়?
স্মরিবে না কোনোদিন ভুলক্রমে মনের অজান্তে,
ভুলে কি যাবে অবজ্ঞা-অবহেলায়?
লোকে যারে নাহি ভুলে, সেই ই তো ধন্য জগতে
সদা-সর্বদা স্মরণ করে আঁখিজলে।
যারে কখনো বা মনে পড়িলে হয় আবেগাপ্লুত
মনের মনিকোঠায় রাখে শত অনুরাগে।
কত জনে কত কীর্তি গড়ে আছে স্বরণীয়-বরণীয়
ইতিহাসের পাতায় কত উজ্জ্বল।
কত অবদান রেখে গেছে জাতির কল্যাণ সাধনে
সভ্যতার বিকাশে মানুষের তরে।
করিতে পারি নাই কিছু মহিয়ান তোমাদের লাগি
শুধু জন্মেছি এই সুন্দর বসুধায়।
শুধু জন্মিলেই,প্রাণ থাকিলেই প্রাণী হওয়া যায়
কিন্তু মানুষ নয়, গুণীজনে কয়।
মানুষ হতে চাই তাদের মত যারা দীপ্তি ছড়িয়েছে সূর্যের ন্যায়,সকলে দিও বর।
আর রাতের আকাশের চাঁদ-তারাদের মতন যারা
আলোকিত করে নিখিল ধরা।
লোকে যেন নাহি ভুলে, স্মরে যেন আঁখিজলে
মনে মন্দিরে যেন পূঁজে সর্বদা।
থাকি যেন মন মাজারে সমাসীন যুগ-যুগান্তরে,
ফুটি যেন স্মৃতিপটে উজ্জ্বল মহিমায়।
এস এম ইলিয়াস : ছাত্র, ইংরেজি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। অর্থ বিষয়ক সম্পাদক, ঢাকাস্থ নিকলী ছাত্রপরিষদ।