মোহরকোনার ইসমাইল ঢাকায় সড়ক দুর্ঘটনায় নিহত

বিশেষ প্রতিনিধি ।।

রাজধানীর সবুজবাগ থানাধীন মুগদা এলাকায় সড়ক দুর্ঘটনায় নিকলী উপজেলা সদর মোহরকোনার মো: ইসমাইল হোসেন (৩৫) মঙ্গলবার (১৬ জুলাই ২০১৯) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তিনি ব্যবসায়িক কাজে রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের বাইকে চড়ে গন্তব্যে যাচ্ছিলেন। ইসমাইলের বাবার নাম হাজি আব্দুল হাশিম।

নিকলী উপজেলা সদর মোহরকোনার মো: ইসমাইল হোসেন মঙ্গলবার (১৬ জুলাই ২০১৯) দুপুর আড়াইটার দিকে রাজধানীর মহাসড়কের মুগদা এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এ সময় রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ের বাইক সার্ভিস ব্যবহার করে গন্তব্যে যাচ্ছিলেন।

ইসমাইলের বাইকটি মুগদা এলাকা পার হবার সময় পেছন থেকে একটি বাস ধাক্কা দিলে তিনি পড়ে যান। এরপর বাসটি ইসমাইলের শরীরের ওপর দিয়ে চালিয়ে গেলে মারাত্মকভাবে আহত হন। আশপাশের লোকজন পাশের মুগদা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

পেশাগত জীবনে ইসমাইল হোসেন বেশ কিছুদিন ঢাকার একটি খ্যাতনামা প্রকাশনা সংস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নিজ উদ্যোগে একটি প্রকাশনা সংস্থা গড়ে তোলেন। দ্রুততম সময়ে তিনি হয়ে ওঠেন একজন সফল পুস্তক ব্যবসায়ী। স্বল্পভাষী ইসমাইল ব্যক্তিগত জীবনে এক ছেলে ও এক মেয়ে সন্তানের জনক।

মঙ্গলবার এশার নামাজ বাদ গেন্ডারিয়া ঘুন্টিঘর মসজিদে ইসমাইল হোসেনের প্রথম জানাজা শেষে রাত ১০টায় তার বাবা, বড়ভাই ও আত্মীয়স্বজন লাশ নিয়ে গ্রামের বাড়ি কিশোরগঞ্জের নিকলীর উদ্দেশে রওয়ানা হয়। বুধবার (১৭ জুলাই ২০১৯) সকাল ১০টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদরাসা প্রাঙ্গনে। মরহুমের পরিবারের পক্ষ থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন।

ইসমাইল হোসেনের মৃত্যুতে শোক জানিয়েছে ঢাকাস্থ নিকলী সমিতি ও নিকলী উপজেলাকেন্দ্রিক প্রথম অনলাইন সংবাদমাধ্যম “আমাদের নিকলী ডটকম” পরিবার। সেই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে।

Similar Posts

error: Content is protected !!