খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের নিকলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবু সাঈদ। বুধবার (১৭ জুলাই ২০১৯) সকালে নিজ কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
“সুনীল অর্থনীতি- মৎস্য সেক্টরের সমৃদ্ধি” এ প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপনের প্রথম দিনে লিখিত বক্তব্যে মৎস্য সম্পদের উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধির মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, প্রাণীজ আমিষের চাহিদা পূরণ, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণের বিষয়ে মৎস্য অফিসের কার্যক্রম তুলে ধরেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন নিকলী প্রেসক্লাবের সভাপতি হাবীবুর রহমান হবি, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সাহা, সাংবাদিক খাইরুল মোমেন স্বপন, প্রদীপ কুমার সাহা, রিপন মিয়া, নুরুল ইসলাম প্রমুখ।