ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে উপজেলা মৎস্য দপ্তর। ১৭ জুলাই বেলা ১১টায় বিআরডিবি হলরুমে উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা।
এ সময় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন আহমেদ, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহবুব জামান, নির্বাচন অফিসার আব্দুর রশিদ সিনিয়র সাংবাদিক মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, সাংবাদিক আবু মুছা স্বপন, মোতারফ হোসেন মুকুল, হারুন আল রশিদ, মেহেদী হাসান, অরিন্দম মাহমুদ, ইমতিয়াজ আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনে উপস্থিত স্থানীয় সাংবাদিকগণ মৎস্য সেক্টরের বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে মৎস্য কর্মকর্তা আব্দুল হান্নান তার জবাব ও তার দপ্তরের বিভিন্ন কর্মকাণ্ডে প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন এবং উপজেলার চাহিদা পূরণ করে ধামইরহাট থেকে মৎস্য দেশের বিভিন্ন স্থানে রপ্তানি হচ্ছে বলে জানান। উল্লেখ্য, ১৭ থেকে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।