ধামইরহাটে ১ম বারের মতো মহিলা আ’লীগের সম্মেলনের প্রস্তুতি সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

ধামইরহাটে নওগাঁ জেলা মহিলা আওয়ামী লীগের সম্মেলন ১ম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৮ জুলাই সম্মেলনকে কেন্দ্র করে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

১৭ জুলাই দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মেলনকে সফল করার লক্ষ্যে বিস্তারিত দিক নির্দেশনা প্রদান করে বক্তব্য রাখেন নওগাঁ জেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক শাহনাজ মালেক।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা মহিলা লীগের আহ্বায়ক আঞ্জুয়ারা, মহিলা লীগনেত্রী আরজিনা, পৌর মহিলা লীগের সভানেত্রী কুলসুম বেগম প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!