নিজস্ব প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ) ।।
লাখাইয়ে ৩শ’ পিস ইয়াবাসহ পারভেজ মিয়া (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। পারভেজ মিয়া উপজেলার মশাদিয়া গ্রামের খসরু মিয়ার পুত্র। গত মঙ্গলবার (১৬ জুলাই ২০১৯) তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেনের নেতৃত্বে এসআই সজীব দেব রায়, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ ফরহাদুর রহমান সহ একদল লাখাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায়।
এ সময় ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। পারভেজ দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে বলে পুলিশ জানায়।