লাখাইয়ে অবৈধ্য স্থাপনা উচ্ছেদ

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাইয়ে অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাদিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার সময় উপজেলার স্থানীয় বুল্লা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন মাসুদ রানা সহকারী কমিশনার (ভূমি)।

এ সময় বাজারের বুল্লা মৌজার জেএল নং ২৮এর ২০২৪, ২৬১৪ ও ২৬০৪ দাগের সরকারি জায়গায় অবৈধভাবে দোকানপাট করায় প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়।

অবৈধ উচ্ছেদকালে সহায়তা করেন লাখাই থানা এসআই মোবারকের নেতৃতে একদল পুলিশ।

Similar Posts

error: Content is protected !!