মোঃ নজরুল ইসলাম, অষ্টগ্রাম প্রতিনিধি ।।
“মাছ চাষে গড়ব দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এ স্লোগান নিয়ে বৃহস্পতিবার (১৮ জুলাই ২০১৯) সকাল ১০টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে অষ্টগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস দপ্তরের যৌথ আয়োজনে জতীয় মৎস্য সপ্তাহ/২০১৯ উদ্বোধন করা হয়।
এর আগে উপজেলা মৎস কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ কাউসার মিয়া স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন। র্যালিটি মৎস্য অফিস থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (অঃ দাঃ) কাউসার আজিজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস, উপজেলা আওয়ামী লীগ
সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফজলুল হক হায়দারী বাচ্চু।
বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মানিক কুমার দেব ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সাইদ প্রমুখ।