আগামীকাল ২০ জুলাই চন্দ্রাভিযানের ৫০ বছর

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামীকাল ২০ জুলাই (শনিবার) চাঁদে মানুষের অবতরণের ৫০ বছর। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে দিবসটি পালন করা হবে।

এদিন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের সহায়তায় রাজধানীর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে “অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ২০১৯” অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।

এদিন জাদুঘরের মহাকাশ গ্যালারিতে “টাইম টাইন লাইন অব স্পেস এক্সপোলেরেসান” শীর্ষক ডিসপ্লে প্রদর্শন এবং সন্ধ্যা ৭টা থেকে শক্তিশালী টেলিস্কোপের সাহায্যে আকাশ পর্যবেক্ষণেরও ব্যবস্থা করা হয়েছে। আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন এবং কুইজ প্রতিযোগিতাও। প্রায় ৩০০ প্রতিযোগীর অংশগ্রহণে এ অলিম্পিয়াড সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, মহাকাশকে ঘিরে বাংলাদেশেরও অনেক স্বপ্ন আছে। চন্দ্রাভিযানের ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

Similar Posts

error: Content is protected !!