ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই বিকেল ৩টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান, মৎস্য কর্মকর্তা কৃষিবিদ আ. হান্নান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারী উদ্যোক্তা হিসেবে মৎস্য চাষে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সুলতানা এগ্রো ফার্মের স্বত্তাধিকারী নাছরিন সুলতানা সহ ৪ জনকে শ্রেষ্ঠ মৎস্যচাষী উদ্যোক্তাকে প্রধান অতিথি সাংসদ শহীদুজ্জামান সরকার সনদ ও ক্রেস্ট প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!