সাফায়েত ইসলাম নুরুল ।।
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর শহরের পূর্ব গাইলকাটা গ্রামের মোঃ হাবিবুর রহমান গং ও মোঃ বাচ্চু মিয়া গংদের মাঝে জায়গা নিয়ে দু’পক্ষের তুমুল সংঘর্ষে মহিলাসহ অন্তত ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলেন মোঃ হাবিবুর রহমান (৫০), তাঁর স্ত্রী- রুবিয়া বেগম (৩৭), মোঃ শাহ আলম (৩২), মোঃ বদরুল আলম (১৭)।
এদের মধ্যে মোঃ হাবিবুর রহমানকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও রুবিয়া বেগমকে কুলিয়ারচর সরকারি হাসপাতালে এবং শাহ আলম ও বদরুল আলম কুলিয়ারচর হাসপাতালে চিকিৎসা নেন। এই ঘটনায় মোঃ হাবিবুর রহমান শনিবার (২০ জুলাই ২০১৯) কুলিয়ারচর থানায় মোঃ বাচ্চু মিয়া, শাহ আলম, নূর আলম, বদরুল আলম-এর নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটে গত বুধবার দুপুরে।
জানা যায়, নতুন বাড়ি স্থাপন করাকে কেন্দ্র করে বাচ্চু মিয়ার সাথে হাবিবুর রহমানের সংঘর্ষ হয়। এ সময় হাবিবুর রহমানের ঘরটি ভাংচুর করেছে এক দল দুর্বৃত্ত। কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।