লাখাইয়ে ইভটিজিংয়ের দায়ে বখাটের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ) ।।

লাখাইয়ে ইভটিজিংয়ের দায়ে ফাহিম চৌ (১৯) নামে এক যুবককে ৬ মাসের দণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।

গত বৃহস্পতিবার লাখাই উপজেলা নিবাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহিনা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করেন।

লাখাই থানা পুলিশ উপজেলার কাটিহারা গ্রামে অভিযান চালিয়ে ফাহিম চৌ’কে আটক করে। ফাহিম কাটিহারা গ্রামের রোমান চৌঃ’র ছেলে।

Similar Posts

error: Content is protected !!