নিজস্ব প্রতিনিধি, লাখাই (হবিগঞ্জ) ।।
লাখাইয়ে ইভটিজিংয়ের দায়ে ফাহিম চৌ (১৯) নামে এক যুবককে ৬ মাসের দণ্ড দিয়েছে মোবাইল কোর্ট।
গত বৃহস্পতিবার লাখাই উপজেলা নিবাহী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ শাহিনা আক্তার মোবাইল কোর্টের মাধ্যমে এই দণ্ড প্রদান করেন।
লাখাই থানা পুলিশ উপজেলার কাটিহারা গ্রামে অভিযান চালিয়ে ফাহিম চৌ’কে আটক করে। ফাহিম কাটিহারা গ্রামের রোমান চৌঃ’র ছেলে।