ঢাকায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হোসেনপুরের কলেজছাত্রের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আল আমিন (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুলাই ২০১৯) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আল আমিন হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

নিহত কলেজছাত্রের মামাতো ভাই ওমর ফারুক খান জনি সংবাদমাধ্যমকে জানান, ঢাকার তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছিল আল আমিন। সে বেগুনবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করার সময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। পরে তাকে বড় মগবাজার এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। নয় দিন চিকিৎসার পর রোববার সকালে তার মৃত্যু হয়।

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!