ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জনের মৃত্যু

আমাদের নিকলী ডেস্ক ।।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শাহাদৎ হোসেন হাজরা। এই খবর নিশ্চিত করে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা: মোখলেসুর রহমান উজ্জ্বল জানান, রোববার (২১ জুলাই ২০১৯) রাত সোয়া দশটার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহ আলম জানান, গত ৯ জুলাই হবিগঞ্জের সিভিল সার্জন হিসাবে যোগদান করলেও বেশ কিছুদিন ধরেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন ডা. শাহাদৎ হোসেন হাজরা। রোববার সকালের দিকে কার্যালয়ে এসে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায়ও অংশ নেন। এ সময় অসুস্থ বোধ করলে ডা. শাহাদৎ সেখান থেকে চলে আসেন। পরে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার বিকেল ৪টার দিকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা ডা: শাহাদৎকে ঢাকায় প্রেরণ করেন। রাত সোয়া দশটার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. শাহাদৎ-এর আকস্মিক মৃত্যুতে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পিরোজপুর জেলায় জন্ম নেয়া ডা: শাহাদৎ হোসেন হাজরার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং এক পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। বাসস

Similar Posts

error: Content is protected !!