নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, দেশী-বিদেশী ষড়যন্ত্র তরুণরা রুখবেই। এই তরুণ বলতে তারা নন; যারা ৬৯ বছর বয়সে যুব সংগঠনের নেতৃত্ব দেন অথবা ৫২ বছর বয়সে যুবরাজ সাজেন। এই তরুণ মানে নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধি। যাদের চোখে মুখে লোভ নয়; অনাবিল দেশপ্রেম-মানবপ্রেম খেলা করে। সেই তরুণদের রাজনৈতিক-শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিক-সামাজিক-অর্থনৈতিক ও কূটনৈতিক কৌশলে সকল ষড়যন্ত্র প্রতিহত হবে।
২৩ জুলাই সকাল ১০টায় মোঘল দরবারে অনুষ্ঠিত “ষড়যন্ত্র প্রতিহত করবে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। সভাপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান ও দৈনিক খবর-এর সাবেক সহ সম্পাদক কামাল মাহমুদ চৌধুরী।
সভায় প্রেসিডিয়াম মেম্বার আলতাফ হোসেন রায়হান, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সদস্য রাফিউল হাসান, ডা. হাসিনা দৌলা, গোলাম ওয়াজেদ সরকার রানা প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি