লাখাইয়ে বুল্লা ইউপির উপনির্বাচন বৃহস্পতিবার

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

হবিগঞ্জের লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের উপনির্বাচন বৃহস্পতিবার (২৫ জুলাই ২০১৯) অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখিত ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছিলেন মোছাঃ জাহানারা খাতুন।

গত ১০ মার্চ অনুষ্ঠিত ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনে জাহানারা বেগম অংশগ্রহণ করলে ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদটি শূন্য হওয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।

মোট ২ হাজার ৮৭৮ জন পুরুষ ভোটার ও ২ হাজার ৮৯৯ জন মহিলা ভোটার ৩টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ ওয়ার্ডের উপনির্বাচনে সংশ্লিষ্ট মহিলা সদস্য পদে মোট ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন সাবেক ইউপি সদস্য জাহানারা খাতুন এবং মোছাঃ মনোয়ারা বেগম।

উল্লেখ্য মোছাঃ জাহানারা খাতুন উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়াম্যান হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করায় পদটি শূন্য হলে ওই ওয়ার্ডেও পুনঃনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।

Similar Posts

error: Content is protected !!