হোসেনপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আমাদের নিকলী ডেস্ক ।।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে (৫২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। প্রাথমিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (২৩ জুলাই ২০১৯) দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, উপজেলার রামপুর এলাকায় ছেলেধরা সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ছবিটি প্রতীকী

সূত্র : বাংলানিউজ২৪

Similar Posts

error: Content is protected !!