আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাসানপুর হাওরে নৌকায় ঘুরতে গিয়ে নিখোঁজ রিয়াজুল হক রাহুল (১৮) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। মঙ্গলবার (২৩ জুলাই ২০১৯) দিনগত রাতে হাওর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রিয়াজুল হক রাহুল সদর উপজেলার মাথিয়া গ্রামের মামুন মিয়ার ছেলে। তিনি জেলা শহরের ওয়ালীনেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
পুলিশ ও নিহতের স্বজন জানায়, মঙ্গলবার সকালে পাঁচ বন্ধুর সঙ্গে হাসানপুর হাওর ভ্রমণে যান রাহুল। সেখান থেকে তারা হাওরে নৌকা ভ্রমণে বের হন। দুপুরে আশুতিয়া ব্রিজের কাছাকাছি গিয়ে নৌকা থেকে ছয় বন্ধু পানিতে নেমে আনন্দ উল্লাস করছিলেন। একপর্যায়ে অন্যরা নৌকায় উঠলেও রাহুল তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয় জেলেদের মাধ্যমে খোঁজাখুজি করেও রাহুলের কোনো সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে রাহুলের মরদেহ উদ্ধার করে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সূত্র : বাংলানিউজ২৪