ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
ধামইরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যার ঘটনায় ঘাতক স্বামী নুর মোহাম্মদকে (৩৫) গ্রেফতার করেছে থানা পুলিশ। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জুলাই রাতে ধামইরহাট থানা পুলিশের একটি চৌকষ দল খুনি নুর মোহাম্মদকে গ্রেফতারে অভিযান চলাকালে পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার মনিপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
২৪ জুলাই খুনি নুর মোহাম্মদ থানায় খুনের কথা স্বীকার করেন এবং খুনি নুর মোহাম্মদকে কোর্টে প্রেরণ করা হয়েছে মর্মে পুলিশ নিশ্চিত করেছে।
উল্লেখ্য, গত ২২ জুলাই দিবাগত রাতে তরকারি রান্না নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে নুর মোহাম্মদ ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে হাসুয়া দিয়ে স্ত্রী সাবিনাকে কুপিয়ে হত্যা করে নুর মোহাম্মদ। এ ঘটনায় সাবিনার ভাই বুলবুল হোসেন ধামইরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।