লাখাইয়ে ওষুধ ও চিকিৎসা বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই হবিগঞ্জ প্রতিনিধি ।।

লাখাইয়ে নকল, ভেজালসহ আনরেজিস্টার্ড ও মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধের লক্ষে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুলাই ২০১৯) বেলা ১১টায় উপজেলার স্থানীয় বুল্লা বাজার এসডি সুপার মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।

ক্যামিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি লাখাই শাখার সভাপতি ডাঃ আরাফাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ওষুধ প্রশাসন সিলেট অধিদপ্তরের ড্রাগ সুপার শিকদার কামরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিসিডিএস হবিগঞ্জের সিনিয়র সহসভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার।

সভায় প্রধান অতিথি ওষুধ ক্রয়-বিক্রয়ের সময় ইনভয়েস, ক্যাশমেমোর ব্যবহার নকল ভেজাল, মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রতিরোধসহ এন্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

ফার্মাসিস্ট ডাঃ জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া সভায় উপজেলার বিভিন্ন বাজারের চিকিৎসক এবং ওষুধ বিক্রেতার অংশ গ্রহণ করেন।

Similar Posts

error: Content is protected !!