ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্ন সপ্তাহ উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই সকাল ১০টায় “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি” প্রতিপাদ্যকে সামনে রেখে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, প্রকল্প কর্মকর্তা ইসরাফিল আলম, কাউন্সিলর মুক্তাদিরুল হক প্রমুখ।
বক্তাগণ বাড়ির আঙ্গিনা পরিস্কার, পরিত্যক্ত থালা-বাসনে পানি জমিয়ে না রাখাসহ মশক নিধনে নিজ নিজ উদ্যোগে ভূমিকা পালনের আহ্বন জানান।