লাখাইয়ে উপজেলা প্রশাসনের জনসচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

গতকাল বৃহস্পতিবার হবিগঞ্জের লাখাই উপজেলায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং ছেলেধরা গুজব প্রতিহত ও প্রতিরোধে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, শিক্ষক, শিক্ষার্থী, অভিবাবক, গণমাধ্যম কর্মী ও সাধারণ জনগণের অংশগ্রহণে জনসম্মুকে খোলা মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহীনা আক্তার বলেন, ছেলেধরা বিষয়টি সম্পূর্ণরূপে একটি গুজব। এ ধরনের গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনী দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না। ছেলেধরা গুজব থেকে বিরত থাকুন অন্যকে সচেতন করে তুলুন। সন্দেহজনক কোন ব্যক্তি দেখতে পেলে সাথে সাথে প্রশাসন ও নিকটস্থ থানায় যোগাযোগ করুন। প্রয়োজনে ৩৩৩ নম্বরে ফোন করা জন্য আহ্বান জানান।

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন লাখাই থানা ওসি ইমরান হোসেন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিন।

এদিকে ছেলেধরা সন্দেহে গণপিটুনী দিয়ে মানুষ হত্যা প্রতিহত ও প্রতিরোধে জনগণকে সচেতন করার লক্ষে মাইকিংসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানান লাখাই থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইমরান হোসেন।

Similar Posts

error: Content is protected !!