মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উল্লেখিত ওয়ার্ডের ভোটারগণ আনন্দমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপ-নির্বাচনে মনোয়ারা বেগম মাইক প্রতীকে ১২৩৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাহানারা বেগম হেলিকপ্টার প্রতীকে পান ১০৮০ ভোট। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উল্লেখিত ওয়ার্ডের মোট ভোটার সংখ্যা ৫৭৭৭ জন; এর মধ্যে কাস্টি ভোট ২৩৫৫, বৈধ ভোট ২৩০৪, বাতিল ৫১।
নির্বাচনে মোট তিনটি কেন্দ্র যথাক্রমে গোয়াকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহনার বেগম হেলিকপ্টার প্রতীক ২৬৩টি ভোট পান; মাইক প্রতীকে মনোয়ারা খাতুন ২০০ ভোট পান। বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাহানারা বেগম ৭২৯ ভোট; মনোয়ারা খাতুন ৪১৬ ভোট এবং বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাহানারা বেগম ৮৭ ভোট; মনোয়ারা খাতুন ৬০৯ ভোট পান।
বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোশারফ হোসেন।
এ দিকে নির্বাচনী পরিবেশ অবাধ, সুষ্ঠু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য কেন্দ্রগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ শাহিনা আক্তার ও লাখাই থানা ওসি মোঃ ইমরান হোসেন। তাছাড়াও কেন্দ্রের আশেপাশে আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ রাখতে বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়।