মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
লাখাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টার বক্তব্য রাখেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিষদের ভাইস চেয়ারম্যান আমীরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমরান হোসেন।
সভায় প্রধান উপদ্ষ্টো লাখাইর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সকলকে ধন্যবাদ জানিয়ে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং ছেলেধরা গুজব প্রতিহত ও প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রয়াস চালাতে আহ্বান করা হয়।
বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু, ইঞ্জিনিয়ার আব্দুল হাই কামাল, এনামুল হক মামুন, প্রেসক্লাব সভাপতি এডভোকেট আলীনোয়াজ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রিন্সিপাল মৌলানা আবু সাইয়ীদ, শাহ রেজাউদ্দিন দুলদুল, সর্দার ওমর ফারুক, আবু রেজা (ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাখাই), আনসার ভিডিপি কর্মকর্তা মোর্শেদা আক্তার প্রমুখ।