ধামইরহাটে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৭ জুলাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন।

পরে দলীয় কার্যালয় থেকে ১টি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিশেষে স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাহফুজুর রহমান বিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন ছাড়াও সম্পাদক অধ্যক্ষ শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, যুবলীগ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সোহেল রানা, যুগলীগের সাংগঠনিক সম্পাদক ইনজামামুন হক সরকার শিমুল, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক তারিকুজ্জামান মনি, যুগ্ম আহ্বায়ক নেতা এহসান হাবীব প্রমুখ বক্তব্য রাখেন।

Similar Posts

error: Content is protected !!