মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
সবকিছুই ছিল ঠিকটাক। লাখাইয়ে সামজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় লাখাই উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহিতা মহিলা এবং অসচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্নের জন্য নিজে পরিপাটি হয়ে অফিসেও আসেন। এসে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে নিয়োজিত করেন অনুষ্ঠান কার্যক্রমে এবং মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে ব্যস্ত রাখেন অনুষ্ঠানে।
আকষ্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে লুটিয়ে পরলেন অনুষ্ঠানস্থলের হলরুমের ফ্লোরে। আর নিমেষেই সবকিছু শেষ হয়ে গেল লাখাই উপজেলা সমাজসেবা ইন্সট্রাক্টর ছায়েদ মিয়ার। তাৎক্ষণিক সংশ্লিষ্টরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শনিবার বেলা ২টার দিকে প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
ইন্সট্রাক্টর আবু ছায়েদ মিয়া (৪২) উপজেলার ভাদিকারা গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুস সাত্তারের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। এদিকে তার আকস্মিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকায় শোক নেমে আসে।