ধামইরহাটে আদিবাসী বৃদ্ধার গলিত লাশ উদ্ধার

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে নিখোঁজের ৬ দিন পর ডোবায় মিলল আদিবাসী বৃদ্ধার গলিত লাশ। ২৯ জুলাই দুপুরে স্থানীয়রা উপজেলার ১নং ধামইরহাট ইউনিয়রে নেউটা গ্রামে (গোপায়ডাঙ্গা) রগোপায় পুকুরে (ডোবা) মানুষের পা ভাসতে দেখে থানায় খবর দেয়।

খবর পেয়ে বিকেল ৩টায় ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম তার পুলিশ বাহিনী নিয়ে ওই ডোবা থেকে গলিত লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন মৃতের গামছা ও লুঙ্গি দেখে লাশ সনাক্ত করলে তিনি মৃত ছাতু হেমরমের ছেলে মানুয়েল হেমরম (৬৫) বলে নিশ্চিত হয় পুলিশ।

মৃতের মেয়ে স্মৃতি হেমরম ও পরিবারের লোকজন জানান, গত ২২ জুলাই বাড়ি থেকে নিখোঁজ হন মানুয়েল, পরিবারের লোকজন থানায় জিডিও করেছেন। ৬ দিন পর ডোবায় তার গলিত লাশ পেল পরিবার।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, এ বিষয়ে ধামইরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। সম্প্রতি ধামইরহাট উপজেলায় খুন-খারাবি, অজ্ঞাতনামা খুনের ঘটনা প্রায়শ ঘটছে। এমন পরিস্থিতি চলতে থাকলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক রুপ নেবে বলে অভিজ্ঞমহল আশংকা করছেন।

Similar Posts

error: Content is protected !!