মহিউদ্দিন লিটন, বাজিতপুর ।।
সারাদেশে এডিস মশার আক্রমণে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার (২৯ জুলাই ২০১৯) বাজিতপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মশক নিধন ও পরিচ্ছন্নতার জন্য দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ছারওয়ার আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: যুবায়ের-এর নেতৃত্বে এক র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালি শেষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: ছারওয়ার আলম, মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো: আজিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: যুবায়ের, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান মাসুদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: গুলনাহার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: শাহজাহান সিরাজ এবং কৃতি ফুটবলার ফারুক আহাম্মেদ।