ধামইরহাটে আ’লীগের প্রবীণ নেতাকর্মীকে সংবর্ধনা দিল এমপি শহীদুজ্জামান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে আওয়ামী লীগের প্রবীণ ২০৫ জন নেতাকর্মীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ৩০ জুলাই উপজেলা ডাকবাংলোর নতুন কমিউনিটি সেন্টারে ইউনিয়ন, পৌর ওয়ার্ড পর্যায়ের ত্যাগী ও প্রবীণ নেতাকর্মীদের সংবর্ধনা প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নওগাঁ-২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে প্রবীণ নেতাকর্মীদের বিভিন্ন অবদান ও ত্যাগ স্বীকার করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, মহিলা লীগ সভাপতি আঞ্জুয়ারা, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!