আবদুল্লাহ আল মহসিন, নিজস্ব প্রতিনিধি ।।
নিকলীতে গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৯ জুলাই (সোমবার) নিকলী জিসি পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কারার আবদুর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
সমাবেশে বক্তারা সাম্প্রতিক গুজব, সড়ক দুর্ঘটনা বিষয়ে প্রত্যেক নাগরিককে নিজে সচেতন থাকার পরামর্শ দেন।