ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে সাকিব

আমাদের নিকলী ডেস্ক ।।

আগামী ৬ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে বিপিএলের সপ্তম আসর। তবে এ আসরে ঢাকা ছেড়ে রংপুর রাইডার্সে নাম লেখালেন বিশ্বসেরা অলসাউন্ডার সাকিব আল হাসান। এর আগে টানা তিন আসর ঢাকা ডায়নামাইটস ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি।

জানা গেছে, আজ বুধবার (৩১ জুলাই ২০১৯) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার-২ এর মিলনায়তনে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাকিবের সঙ্গে নতুন চুক্তিতে আবদ্ধ হয় রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজি। এক বছরের জন্য তাঁর সঙ্গে এই চুক্তি করা হয়েছে।

এর আগে বিপিএলের তৃতীয় আসরে (২০১৫) রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন সাকিব। এরপরে ২০১৬ আসর থেকেই ঢাকার হয়ে খেলছেন সাকিব।

Similar Posts

error: Content is protected !!