ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে সমাজসেবা অফিসের উদ্যোগে সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরে বাস্তবায়িত ৫৪টি কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করেন কর্মশালার প্রধান আলোচক নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নুর মোহাম্মদ।
তিনি জানান, “বর্তমানে দেশে সমাজসেবা দপ্তর থেকে ৪৪ লাখ পরিবারে বয়স্ক ভাতা, ১৭ লাখ পরিবারে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, ১৫.৪৫ লাখ পরিবারে প্রতিবন্ধী ভাতা এবং ১ লাখ পরিবারে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি প্রদান, ৮৪ হাজার পরিবারে ভাতা প্রদান করছে। এছাড়াও বেদে-দলিত-হরিজন ভাতা ও ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগে আক্রান্ত ৩০ হাজার পরিবারের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে এককালীন অনুদান প্রদান করছে সরকার।”
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, নওগাঁ জেলা সমাজসেবা অফিসের সহকারী পরিচালক রিজিয়া খানম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মৎস্য কর্মকর্তা আ. হান্নান, পিআইও ইস্রাফিল হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক সাইফুল ইসলামসহ এনজিও প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।