খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলীতে ৩ দিনের ফলদ বৃক্ষ মেলা শুরু হয়েছে। ৩ আগস্ট শনিবার উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে সকাল ১০টায় নিকলী জিসি পাইলট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধনী অনুষ্ঠিত হয়। চলবে সোমবার ৫ আগস্ট বিকাল পর্যন্ত।
নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুণ অর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া, উপজেলা নির্বাহী অফিসার মুসাম্মৎ শাহীনা আক্তার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসফিয়া সিফাত, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, রেজিয়া আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মো. আবু বাকার সিদ্দিক, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থিরা।
এ সময় মেলা আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে ফলদ বৃক্ষের চারা প্রদান করা হয়। বক্তাগণ ফলদ বৃক্ষের চারা রোপন ও স্থানীয় পুষ্টির চাহিদা পূরণে এলাকাবাসিকে উদ্বুদ্ধকরণের লক্ষে প্রতি বছরের মতো এই মেলার আয়োজন বলে উল্লেখ করেন।