লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডেঙ্গুতে আক্রান্ত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন হবিগঞ্জের লাখাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম (৩৫)। বৃহস্পতিবার রাত ১টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে ভর্তি করা হয়। আলেয়া বেগম উপজেলার মুড়াকরি গ্রামের মোশাহিদ মিয়ার স্ত্রী।

সূত্রে জানা যায়, কিছুদিন পূর্বে চিকিৎসার জন্য ঢাকা যান ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম। ঢাকা থেকে চিকিৎসা শেষে বাড়িতে চলে আসেন তিনি। এরপর আবারও অসুস্থ হয়ে পরেন। পরে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তিনি ডেঙ্গু আক্রান্ত।

এক পর্যায় অবস্থা গুরুতর হলে তাকে হাসপাতালে নেয়া হয়। মহিলা ভাইস চেয়াম্যান আলেয়া বেগমকে সার্বক্ষণিক মনিটরিংয়ে রাখা হয়েছে বলে জানান সদর হাসপাতালের চিকিৎসক কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিঠুন রায়।

Similar Posts

error: Content is protected !!