ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে এডিস মশা নিধনে মাঠে নেমেছে উপজেলা আওয়ামী লীগ। ৫ আগস্ট সকাল থেকে মশা নিধনে পরিচ্ছন্ন কর্মীদের সাথে নিয়ে একটি জনসচেতনতামূলক র্যালি করে উপজেলা আওয়ামী লীগ।
র্যালিতে অংশগ্রহণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, দপ্তর সম্পাদক আবু ইউসুফ মর্তুজা, মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জুয়ারা, ছাত্রলীগ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সর্বস্তরের নেতাকর্মী।
পরে পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে এলাকার বিভিন্ন স্থানে, রাস্তার পাশে, খানা-খন্দে স্প্রে ছিটানো ও পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করে দলীয় নেতাকর্মীরা। কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ৭ দিন পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে দলীয় সূত্রে জানা গেছে।