ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ওয়ার্ল্ড ভিশনের নিয়ন্ত্রিত গ্রাম উন্নয়ন কমিটি (ভিডিসি)’র সভাপতি মফিজ উদ্দিনের উদ্যোগে মশার ওষুধ ছিটানোর ২০টি স্প্রে মেশিন ও ১ হাজার ফলদ চারা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়।
জেলা ও উপজেলা প্রশাসনের আহ্বানে সাড়া দিয়ে ব্যবসায়ী ও সমাজসেবক মফিজ উদ্দিন ডেঙ্গু প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে নিজ উদ্যোগে ২০টি স্প্রে মেশিন, মশা মারার কীটনাশক ও বিভিন্ন প্রজাতির ১ হাজার ফলদ চারা উপজেলার বিভিন্ন গ্রাম কমিটির সভাপতি ও সদস্যদের মাঝে প্রদানের উদ্যোগ করেছেন।
তার এই কর্মকাণ্ডে উপজেলা প্রশাসন মফিজ উদ্দিনের ভূয়সী প্রশংসা করেন। এ সময় ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি হুমায়ুন কবিরসহ বিভিন্ন ভিডিসি কমিটির সভাপতি-সম্পাদকগণ উপস্থিত ছিলেন।