লাখাইয়ে জাতীয় শোক দিবস পালিত

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।

দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় লাখাই উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৯ পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে দিবসটির সূচনায় উপজেলা শহিদ মিনার চত্তরে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়।

সকাল ১০টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কালাউক উচ্চ বিদ্যালয় হয়ে উপজেলা চত্ত্বর পর্যন্ত পদক্ষিণ করে শোক র‌্যালি। এছাড়াও মিলাদ মাহফিল, ফ্রি স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, পুরস্কার বিতরণ, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ এবং বিশেষ প্রার্থনা ছিল উল্লেখযোগ্য।

সকাল ১১টায় লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোলাম সারোয়ার ভূইয়ার সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা শফিকুল ইসলাম, গীতা পাঠ করেন গৌতম রায়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির। বিশেষ অতিথি ছিলেন লাখাই উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম, লাখাই থানা অফিসার্স ইনচার্জ এমরান হোসেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য নেতৃত্বের কারণে আজ বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ। যিনি অসীম সাহসিকতার বলে বলীয়ান হয়ে অস্ত্রের মুখে স্বাধীনতার স্লোগান তুলে ছিলেন।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রেসক্লাব সভাপতি, স্থানীয় নেতৃবন্দ।

Similar Posts

error: Content is protected !!