আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের ইটনায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মচারীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার (১৬ আগস্ট ২০১৯) সন্ধ্যার দিকে উপজেলার এলংজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। নিহত মেরাজ মিয়া (৫০) এলংজুড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে। তিনি এলংজুড়ি ইউনিয়ন ভূমি অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
ইটনা থানার ওসি মুর্শেদ জামান জানান, শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে এলংজুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাপ হোসেন গাজীর লোকজনের সঙ্গে একই গ্রামের সিরাজ মেম্বারের লোকজনের তর্কাতর্কি হয়। এ ঘটনার জের ধরে শুক্রবার সকালে চেয়ারম্যান গোলাপ ভূঁইয়াকে লাঞ্ছিত করা হয়। ইটনা থানা পুলিশের উপস্থিতিতে বিষয়টি মীমাংসার জন্য শুক্রবার সন্ধ্যায় উভয়পক্ষের লোকজন এলংজুড়ি বাজারে শালিসে বসে।
এ সময় সিরাজ মেম্বারের ছোট ভাই মেরাজ মিয়া বাজারের একটি দোকানে পান কিনতে গেলে চেয়ারম্যান পক্ষের লোকজন তার ওপর হামলা করে। এ সময় তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সূত্র : জাগো নিউজ